নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে এক ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন ১২ চেয়ারম্যান।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে একপর্যায়ে সভা বর্জন করে তারা একযোগে বেড়িয়ে যান।
এদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুইজন ও ১০ জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। পরে তারা এনিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান মিঠু ভূইয়া, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, দেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তারু, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামিম, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী প্রমুখ।
উল্লেখ্য: গত ৯ নভেম্বর আইনশৃঙ্খলা সভায় যোগ দিতে এসে ইউএনও অফিসের নীচ তলায় আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান লাঞ্চিত হন। এ ঘটনার বিচারের দাবিতে ইউএনও‘র কাছে ১২ চেয়ারম্যান যৌথ সাক্ষর দিয়ে গত মঙ্গলবার স্মারকলিপি পেশ করেন। এরই ধারাবাহিকতায় আজকে মাসিক সমন্বয় সভা বর্জনের ঘটনা ঘটলো।