মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই ঘটনা ঘটে।

রাফি উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ঈদ উপলক্ষে ঘোরাঘুরি শেষে রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথে মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে রাফি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, ঈদ উপলক্ষে রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাফিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -