ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
120

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। সোমবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মনশাসন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আজমল হোসেন (৩২) দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের মৃত ইয়াসিল আলীর ছেলে।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রাহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মনশাসন এলাকায় পৌছালে গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদে থাকা ৩ যাত্রী পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। আহত দুই জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।