মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন, একটি শোভা যাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা হায়দার আলী হিরার সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে শোভা যাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা.কামরুল হাসান খান, উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সামছুল আলম মনি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদাদুল হক খান হুমায়ন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন প্রমুখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -