ঘাটাইল প্রতিনিধিঃ শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল ক্লাবের আয়োজনে শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকাল ১০ টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘাটাইল সহ টাঙ্গাইলের পাঁচ উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৮০১ জন শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটি জানায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে পাঁচ শতাংশ এবং সাধারণ গ্রেডে সাত শতাংশ হারে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সাবেক মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহান, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল হক সিজার, বৃত্তি কমিটির আহবায়ক গোলাম মওলা, সদস্য সচিব রজব আলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।