সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeবিনোদনঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও : মাহি

ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও : মাহি

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও সরব হয়েছেন তিনি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন এই নায়িকা।

শনিবার (৭ জানুয়ারি) রাতে ফেসবুকে পুরনো একটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাইনা। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

তিনি আরও লেখেন, ‘টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেলো। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’ নায়িকার লেখনিতে স্পষ্ট, কথাগুলো তিনি স্বামী রকিব সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন।

প্রসঙ্গত, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মাহির নানা স্ট্যাটাস ও পোস্ট ভাইরাল হয়েছে। বিশেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে নায়িকার ভুনা খিচুড়ি রান্না, বেশ উপভোগ করেছেন নেটিজেনরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -