বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeআন্তর্জাতিকচবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

চবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

মো. আবু শাহেদ, (চট্টগ্রাম): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “বৃক্ষ নিধন আর নয়, দেশকে করবো বৃক্ষময়” এ স্লোগানকে সামনে রেখে চবি টাঙ্গাইল স্টুডেন্ট’স এসোসিয়েশন এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছেন এসোসিয়েশনের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনটির নবাগত সভাপতি নাজমুল তালুকদার ও সাধারণ সম্পাদক হানজালা বিন ইউসুফ (নাহিদ) এর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

চবি ক্যাম্পাস বুদ্ধিজীবী চত্ত্বরের পাশে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ও ছাত্র হল এলাকায় নানা প্রজাতির ১০০ টির মতো বৃক্ষের চারা রোপণ করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি টাঙ্গাইল স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাবেক সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন ও সংগঠনের শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক বলেন, কয়েকদিন আগে আমরা এসোসিয়েশনের দায়িত্ব নিয়েছি। ছাত্র সংগঠনকে কিভাবে এগিয়ে নেয়া যায় আমরা সেই কাজ করব। সকলের সচেতনতা ও সম্বলিত প্রচেষ্টাই পারে আমাদের পরবর্তি প্রজন্মকে নির্মল নিশ্বাসের উপযুক্ত পরিবেশ উপহার দিতে। তাই বৃক্ষ নিধন আর নয়, বিশ্ব হবে বৃক্ষময় এই স্লোগানে আমাদের এই বৃক্ষ রোপন ও সচেতনতা মূলক কার্যক্রম যা ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -