এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শুকুর মামুদ নামে এক ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ইন্দারজানী হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শুকুর মামুদকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থায় অবনতি দেখে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুকুর মামুদ ওই গ্রামের মৃত ধুলু আকন্দের ছেলে। এ ঘটনায় শুকুর মামুদের স্ত্রী খোদেজা বেগম বাদী হয়ে একই গ্রামের জাফর আলীর ছেলে আবদুল করিম, তাঁর ভাই আবুল কাশেম (৫০) এবং মৃত একাব্বর হোসেনের ছেলে আবুল হোসেনকে আসামি করে বৃহস্প্রতিবার সকালে সখীপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ইন্দারজানী হেংগারচালা গ্রামের মৃত ধুলু আকন্দের ছেলে ব্যবসায়ী শুকুর মামুদের সঙ্গে একই গ্রামের আবদুল করিম, আবুল কাশেম এবং আবুল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিদিনের মতো শুকুর মামুদ হেংগারচালা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বুধবার রাতে বাড়ি ফেরার পথে জাফর আলীর চা স্টলের কাছে পৌঁছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আবদুল করিমের নেতৃত্বে শুকুর মামুদের ওপর অতর্কিত হামলা চালায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।