শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই: জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই: জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা

 

দেশে পুলিশ সপ্তাহ, ভূমি সপ্তাহ, সরকারি সেবা সপ্তাহ, সমাজ সেবা দিবস, স্বাস্থ্য সেবা দিবস, আইন সেবা সপ্তাহ, মৎস্য সপ্তাহ সহ কত কি সপ্তাহ রয়েছে। কিন্তু, দুঃখের বিষয় তথ্য অধিদপ্তর একটি প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠান। কিন্তু‘ এই বিভাগটিতে কোন দিবস কিংবা সপ্তাহ নেই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এই প্রথম দেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বাীকৃতির দাবীতে দেশব্যাপী র‌্যালী, আলোচনা সভা, স্মারকলিপি, সমাবেশ সহ নানা কর্মসূচী পালন করে। এরই ধারাবাহিকতার আজ ৭মে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসএসএফ গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক এম আর রাসেল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, মিজানুর রহমান মিলন, ফারুক হোসেন, শফিউল বারী রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জসীম মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব সীমান্ত খোকন, নান্দাইল উপজেলা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া,গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সাভার উপজেলার নব নির্বাচিত সভাপতি মোঃ মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ন সাংঠনিক আমিনুল ইসলাম আহাদ,প্রমুখ বক্তব্য রাখেন এবং সারা দেশ থেকে আগত জেলা উপজেলা কমিটির নেত্রীবৃন্ধ জাতীয় সমাবেশে অংশগ্রহন করেন।
সমাবেশে বক্তারা সারাদেশেল পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রনয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে সুগোপযোগী আইন প্রনয়ন, সাংবাদিক নিয়োগ নীততিমালা প্রনয়ন, ৫৭ ধারা সংশোধন করে সাংবাদিক নিপীড়ন বন্ধ করা সহ ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর নিকট জোর দাবী তোলা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -