বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরজামিনে মুক্ত সুলতান সালাউদ্দীন টুকু

জামিনে মুক্ত সুলতান সালাউদ্দীন টুকু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দীর্ঘ এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

আজ সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টুকুর ভাই ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা।

ঢাকা উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে ২০১৮ সালের ১২ জুন রাত ১২টার দিকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতিকে পরে একাধিক মামলায় একাধিকবার রিমান্ডে নেয় পুলিশ। প্রায় অর্ধশত মামলায় আটক থেকেই আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -