সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeআন্তর্জাতিকজেনে নিন কোন কোন পশুতে কুরবানি হয় না

জেনে নিন কোন কোন পশুতে কুরবানি হয় না

নিউজ টাঙ্গাইল ডেস্ক: হজরত বারা ইবনে আযিব (রা.) কুরবানির পশু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, রাসুলুল্লাহ (সা.) হাত দিয়ে ইশারা করেছেন এবং বলেছেন, চার ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় না।
সেগুলো হলো-১. যে পশুর এক চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট। ২. যে পশু অতিশয় রুগ্ন। ৩. যে পশু সম্পূর্ণ খোঁড়া এবং ৪. যে পশু এত শীর্ণ যে, তার হাড়ে মজ্জা নেই। লোকেরা বলল, ইয়া রাসুলাল্লাহ! আমরা তো দাঁত, কান ও লেজে ত্রুটিযুক্ত প্রাণীও (এর দ্বারা কুরবানি করা) অপছন্দ করি! নবীজি (সা.) বললেন, ‘যা ইচ্ছা অপছন্দ করতে পারো। তবে তা অন্যের জন্য হারাম করো না’ (ইবনে হিব্বান : ৫৯১৯)। হজরত আলী ইবনে আবী তালিব (রা.) বলেন,
‘রাসুলুল্লাহ (সা.) আমাদের আদেশ করেছেন, আমরা যেন (কুরবানির পশুর) চোখ ও কান ভালোভাবে লক্ষ করি এবং ওই পশু দ্বারা কুরবানি না করি, যার কানের অগ্রভাগ বা পশ্চাৎভাগ কর্তিত। অনুরূপভাবে যে পশুর কান ফাড়া বা কানে গোলাকার ছিদ্রযুক্ত রয়েছে তাও যেন কুরবানি না করি। (আবু দাউদ : ২/৩৮৮)। হজরত আলী (রা.) আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের শিং ভাঙা বা কান কাটা পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন। (ইবনে মাজা : ২২৭)
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -