জ্যামাইকায় পৌঁছালেন ক্যাপ্টেন ম্যাশ

0
156
News Tangail

ঢাকা ছেড়েছেন ২ দিন আগে। এই দুইদিনের অধিকাংশ সময় বিমানেই কেটেছে তার। অবশেষে ঢাকা-দুবাই-মিলান-নিউইয়র্ক হয়ে ক্যারিবীয় দীপপুঞ্জের দেশ জ্যামাইকায় পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১৬ জুলাই মধ্যরাতে রাত ১টা ৪০ মিনিটে জ্যামাইকার উদ্দেশ্যে বিমানে ওঠেন মাশরাফি। বাংলাদেশ থেকে জ্যামাইকায় যাওয়ার সরাসরি বিমান নেই। যে কারণে যেতে হয় ভেঙে ভেঙে।

মাশরাফির বিমান সফরটা ছিল বেশ দীর্ঘ। ঢাকা থেকে দুবাই। এরপর ইতালির মিলান। সেখান থেকে গেলেন নিউইয়র্ক। নিউইয়র্ক থেকে অবশেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় গিয়ে জ্যামাইকায় পৌঁছেছেন মাশরাফি। সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।