বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলের অ্যাডভোকেট হাসান আলী রেজা নিখোঁজ

টাঙ্গাইলের অ্যাডভোকেট হাসান আলী রেজা নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হাসান আলী রেজা নিখোঁজ হয়েছেন । গতকাল সোমবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টা থেকে আজ মঙ্গলবার সর্বশেষ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজা টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার রোড নং- ৬, ব্লক- সি, বাড়ী নং- ৬৫ বাসায় বসবাস করেন। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজার ছেলে লিটু হাসান জানান, সোমবার সন্ধ্যার পর বাবা চা খাওয়ার জন্যে নিজ বাসা থেকে বের হন। সময়মতো বাসায় ফিরে না আসায় আমরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজের বিষয়টি র‌্যাবকেও অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে।

তাহার সন্ধান পেলে ০১৭১২-৬৯৬০৯৭ নম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ ব্যাক্তির পরিবার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -