সীমানা জটিলতায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসে এ সংক্রান্ত একটি আদেশ পৌঁছায়। শুক্রবার সকালে আদেশের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। কিন্তু এ ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকার সীমানা পুনর্নির্ধারণ করার পর নির্বাচন অনুষ্ঠানের জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান। তার রিট পিটিশনের শুনানি শেষে উচ্চ আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। আদেশে কাকুয়া ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারন করারও নির্দেশনা দেয়া হয়েছে।