শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Homeবিবিধটাঙ্গাইলের কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৪

টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে গতকাল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলড়া খানপাড়া এলাকা থেকে এসআই আবুল বাশারের নেতৃত্বে গোলড়া গ্রামের মৃত.সুলতান মাহমুদের ছেলে আরিফ খান (৪৮) ও বানকিনা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদকে (২৮) ১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে কালিহাতী থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার ঘোনাবাড়ী ও জোরবাড়ী এলাকা থেকে তমেজ উদ্দিন(৩৮)ও শাহ আলম ওরফে দীলিপ(৪০)কে রতনগঞ্জ বাজার থেকে ১০পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -