সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ৯৮ কম্পোজিট ব্রিগেডের অধীনে নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি পতাকা উত্তোলন অনুষ্ঠানে সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুজকাওয়াজ প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান ও বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। কুজকাওয়াজ প্রদর্শন করেন প্যারেড কমান্ডার মেজর শাহনেওয়াজ মাহমুদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -