মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়টাঙ্গাইলের ৪ ইউপির নির্বাচন ১৩ জুলাই

টাঙ্গাইলের ৪ ইউপির নির্বাচন ১৩ জুলাই

টাঙ্গাইল সদর উপজেলয় ৪টি ইউপি নির্বাচন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১২ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ জুন এবং ভোটগ্রহণ ১৩ জুলাই।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনী ইউনিয়নগুলো ছিলিমপুর, কাকুয়া, কাতুলী এবং মাহমুদনগর।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -