টাঙ্গাইল সদর উপজেলয় ৪টি ইউপি নির্বাচন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১২ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ জুন এবং ভোটগ্রহণ ১৩ জুলাই।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনী ইউনিয়নগুলো ছিলিমপুর, কাকুয়া, কাতুলী এবং মাহমুদনগর।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করব।