এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলে অস্ত্র ও গুলিসহ আবু হানিফ (২৮) ও সাইফুল ইসলাম (২২) নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বাসা খানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আবু হানিফ ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং সাইফুল ইসলাম আবু সাঈদের ছেলে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমা-ার অতিরিক্ত পুলিশ সুপার বীনারাণী দাস জানান, র্যাবের অভিযান পরিচালনাকালে সন্দেহমূলকভাবে আবু হানিফ ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশী নাইন এম এম রিভলবারসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।