নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চেয়ারম্যান ফারুক স্মৃতি সংসদ।03
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় কয়েকজন আসামী গ্রেফতার হলেও তারা জামিনে ছাড়া পেয়ে নিহতের পরিবারের সদস্য ও মামলার বাদিকে নানা ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযাগ করেছে ফারুকের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য গত বছরের ২০ ডিসেম্বর সকালে শহরের বটতলা বাজারে সন্ত্রাসীরা তিনবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ফারুককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।