সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের নতুন কমিটি

টাঙ্গাইলে উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুল হাসানকে সভাপতি ও বাসাইল উপজেলা পরিষদের অফিস সহায়ক বিশ্বজিৎ সরকারকে সাধারণ সম্পাদক করে ২২ সসদ্যের কমিটি ঘোষণা করা হয়।

রোববার (৩ অক্টোবর) বিকেলে সভাপতি কামরুল হাসান এ বিষয়টি জানিয়েছেন।

এরআগে, শনিবার (২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম সোহানের নির্দেশনায় ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন মাহবুব এই নতুন কমিটি অনুমোদন দেন।

কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ভূঞাপুরের বাদল শেখ, সহ-সভাপতি ধনবাড়ীর আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোপালপুরের ফরমান আলী, সাংগঠনিক সম্পাদক কালিহাতীর আব্দুল হালিম, কোষাধ্যক্ষ নাগরপুরের রুবেল খান, দপ্তর সম্পাদক ধনবাড়ীর সোলাইমান কবির, প্রচার সম্পাদক মধুপুরের আব্দুর রহিম।

বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কামরুল হাসান বলেন- সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করেছে। আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -