মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাসঁ প্রতারক চক্রের ১সদস্য গ্রেফতার

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাসঁ প্রতারক চক্রের ১সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাসঁ সংক্রান্ত প্রতারক চক্রের মো. কাউছার (২১) নামে ১সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩। শনিবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য টাঙ্গাইল সদর থানার ফতেপুর গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে মো. কাউছার রহমান (২১) কে তার নিজ বাড়ী থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রান্তে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে, সে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস্ এপস্ এবং ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করতো।

এ প্রশঙ্গে টাঙ্গাইল র‌্যাব ১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার (মেজর) রবিউল ইসলাম শনিবার রাতে প্রেস বিফিংএ জানান বাংলাদেশ সরকার কর্তৃক চালমান এইচ এস সি পরিক্ষার প্রশ্নপত্র ফাসঁ রোধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। যাতে কোন ভাবেই প্রশ্নপত্র ফাঁস হতে না পারে। তবে কিছু দুস্কৃতি চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে এইস এস সি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারনার পাশাপাশি অর্থ আতœসাতের পরিকল্পনা করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -