নিজস্ব প্রতিবেদক: বৌদ্ধ ধর্ম ত্যাগ করে টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান নিয়ে ইমলাম ধর্ম গ্রহণ করেছেন রুপম চাকমা (৪০) নামে এক ব্যক্তি। তার নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্।
গত শুক্রবার (২৯ নভেম্বর) মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- রুপম চাকমা নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্’র স্ত্রী ছবিরানী চাকমা (৩৯) নতুন নাম আমেনা বেগম, তার মেয়ে সোনালী চাকমা (১৮) নতুন নাম মাফুজা আক্তার (১৮) ও তার ছেলে সীমান্ত চাকমা (৭) নতুন নাম সাজেদুল ইসলাম।
আবদুল্লাহ্ পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তারা খাগড়াছড়ি জেলার লক্ষীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা।
জানা যায়, খাগড়াছড়ি জেলার লক্ষীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা রুপম চাকমা, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ ৪ জন ঢাকা নোটারী পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা নিবন্ধন সম্পন্ন করেন।
এরপর পবিত্র কালিমা পাঠ করে ইসলামি শরিয়তের নিয়ম অনুসারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে গত ২৯ নভেম্বর জুমা’র নামাজের আগে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ড. মুফতি সালার উদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়েন।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ বাবরসহ তিন শতাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন। ধর্মান্তরিত আবদুল্লাহ্ পরিবারের সকলকে নিয়ে উপজেলার কুরনী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহর অনেক রহমত। তাই আমি বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে করেছি। পাশাপাশি আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।