শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে এনপিপি’র আলোচনাসভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে এনপিপি’র আলোচনাসভা ও ইফতার মাহফিল

নিউজ টাঙ্গাইল ডেষ্ক: ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি’র আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল ফুড জুনে ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি’র টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা ও ইফতার মাহফিলে জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে নিউজ টাঙ্গাইলের সম্পাদক বিশিষ্ট্য সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল জেলা শাখার ভাইস চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি আবুল কালাম সিদ্দিকী, মো. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ দুইশতাধিক জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -