সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি:বেসরকারি সংগঠন ডরপ সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন জাতীয় সংসদে দ্রুত পাস করার দাবি জোরদারে জনসচেতনতায় টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সদর বধ্যভূমি মাঠে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

ডেভলপমেণ্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র(ড্রপ) নির্বাহী উপদেষ্টা ও সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা আজহার আলী তালুকদারের সভাপতিত্বে ঘুড়ি উৎসবে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডরপ’র মাইক্রোক্র্যাডিট ফাইন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন। পরে সংগঠনের তামাক বিরোধী যুব ফোরাম ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন এবং স্থানীয় জনগন ঘুড়ি উৎসবে অংশগ্রহন করে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -