নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগার থেকে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।
এ বিষয়ে টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, টাঙ্গাইলের আদালত ১৪৬ জনকে জামিনে মুক্তির আদেশ দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় গত মঙ্গলবার বিকালে তাদের মুক্তি দেওয়া হয়েছে।