শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে কুখ্যাত উসমান ডাতাক গ্রেফতার

টাঙ্গাইলে কুখ্যাত উসমান ডাতাক গ্রেফতার

নিউজ টাঙ্গাইল  ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ ১১ মামলার আসামি কুখ্যাত উসমান ডাকাতকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা সেকেন্ড অফিসার এসাআই মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার সলিমাবাদ বাজার থেকেকুখ্যাত ডাকাত ১১ মামলার আসামি মো. আনোয়ার হোসেন ওরফে উসমান (৪৮) কে গ্রেফতার করেছে। সে সিরাজগঞ্জ জেলার পার্শ্ববর্তী চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের মৃত. আঃ বাতেনের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ডিএমপি মতিঝিল, মানিকগঞ্জ সদর, সিরাজগঞ্জের চৌহালী ও নাগরপুর থানায় ডাকাতি ও ডাকাতির চেষ্টাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে উসমানকে গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -