টাঙ্গাইলে কোচিং বাণিজ্য, নোট বই, গাইড বই বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক, অবিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কবি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি মো. আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুন ইউসুফ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুর রশিদ, সরকারী শেখ ফজিলাতুন নেছা মুজিব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোচিং ও নোট বই পড়ে আমাদের সন্তানের ভাল ফলাফল করে কিন্তু একটা বিষয় সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করে না। আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে কোচিং ও নোট বই পরিহার করতে হবে। কোচিং ও নোট বই বন্ধের দাবি জানান বক্তারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।