নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুকুরের পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাগমারা পন্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শিশু হলেন- ওই এলাকার আব্দুল ওহাবের মেয়ে ওয়াছেনাথ (৫) এবং জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)। টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়।
পরে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।