টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। নিহত সৈনিকের নাম মমিনুর রহমান।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সৈনিকের বাড়ি নাটোর জেলায় বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার জানান, ৯৮ ব্রিগ্রেড বঙ্গবন্ধু সেনানিবাসে সাপ্লাইকোরের গাড়ি চালক হিসেবে কর্মরত মমিনুর রহমান ডিউটি শেষ করে সাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেনানিবাসের সিএমএইচে রাখা হয়েছে।