নিজস্ব প্রতিবেদক: মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কর্মযজ্ঞ শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এরপর একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি প্রয়াত ফজলুর রহমান খান ফারুকের বাসাও ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র-জনতা আনন্দ উল্লাস করে।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ছাত্র-জনতার অভিযোগ, টাঙ্গাইলে যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের আস্তানা আমরা বাংলার মাটিতে রাখবো না। জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও আমরা ভেঙে ফেলবো।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জানান, আমরা টাঙ্গাইলে আওয়ামী লীগের কোনও অফিস রাখব না। এখন আওয়ামী লীগ অফিস ভেঙেছি। আওয়ামী লীগের যত নেতা আছে, তাদের বাসাও ভেঙে ফেলা হবে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ভাঙচুরের বিষয়টি শুনেছি। নিরাপত্তাজনিত কারণে যাওয়া হয়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তোপের মুখে দেশ ছাড়ছে বাধ্য আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে জেলা উপজেলা বঙ্গবন্ধু মুর্যাল, আওয়ামী লীগের কার্যালয়সহ তাদের বিভিন্ন নেতাকর্মীদের বাসা-বাড়িতে ভাঙচুর ও হামলা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।