শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গুজব‌রো‌ধে লিফ‌লেট বিতরণ

টাঙ্গাইলে গুজব‌রো‌ধে লিফ‌লেট বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গণপিটু‌নি ও গুজবরো‌ধে জনস‌চেতনতা তৈরির লক্ষ্যে লিফ‌লেট বিতরণ ক‌রছে পু‌লিশ। এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ জুলাই) ভুঞাপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় লিফ‌লেট বিতরণ করা হয়।

জেলা পু‌লিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম এসব লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব গোলাম কিবরিয়া বড় মনি, ভুঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ।

উল্লেখ্য, ছে‌লে ধরা গুজ‌বে জেলাটিতে এ পর্যন্ত নয়জন গণ‌পিটু‌নির শিকার হ‌য়ে‌ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -