রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূ ধর্ষণের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার নাগবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, ধর্ষণ মামলায় ওই ইউপি চেয়ারম্যানকে শনিবার রাতে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। রবিবার মিল্টনকে আদালতে পাঠানো হয়েছে। তবে ডিবি পুলিশ আদালতে রিমান্ড আবেদন করতে পারে বলে তিনি জানান।

ওই গৃবধূর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে। গত ১৪ মার্চ তা নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগী এক ব্যক্তি তাঁকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে এলেঙ্গা রিসোর্টে নিয়ে যান। সেখানকার একটি কক্ষে আগে থেকেই চেয়ারম্যান অবস্থান করছিলেন। সেখানে যাওয়ার পর চেয়ারম্যান তাঁকে ধর্ষণ করেন। পরে ওই সহযোগী মোটরসাইকেলে করে তাঁকে চারান এলাকায় নামিয়ে দিয়ে যান। সেখান থেকে স্বজনেরা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তিনি ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আসামি করে কালিহাতী থানায় মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -