নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঈদ সামনে রেখে এবার আগেভাগেই দেশের বিভিন্ন মহাসড়কে শুরু হয়েছে সংস্কার কাজ। চলছে ওভারপাসের নির্মাণ কাজও। তাই এবার ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। আর যানজট নিরসনে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।
এবার ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্রুত গতিতে চলছে সংস্কার ও নির্মাণ কাজ। তবে পাবনা বাইপাসসহ বিভিন্ন স্থানে চার লেন প্রকল্পের কাজ চলায় রাস্তাগুলো সরু হয়ে পড়েছে।
একই সঙ্গে নির্মাণাধীন আন্ডারপাস ও ফ্লাইওভারের কাজ চলায় চারলেন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। এতে ঈদযাত্রায় যানজটে পড়ে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।