শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ছাত্র আন্দোলনে আহত ৫ পরিবার পেল বিএনপি নেতা স্বপন ফকিরের আর্থিক...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে আহত ৫ পরিবার পেল বিএনপি নেতা স্বপন ফকিরের আর্থিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত টাঙ্গাইল সদরের পাঁচ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশে বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপি সদর উপজেলার বিভিন্ন গ্রামের আহত পরিবারের হাতে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা পাওয়া আহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার মালতিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাবিবুর রহমান, রাবনা নয়াপাড়া গ্রামের মো. মাতম হকের ছেলে মো. আয়নাল হক, রসুলপুর গ্রামের মো. মনছের মিয়ার ছেলে মো. মানিক মিয়া, সাদিলাপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. আলী হোসেন, সবুজবাগ গ্রামের মোছা: কহিনুর বেগমের মেয়ে মোছা: তালহা। এরা সবাই সাধারণ জনতা।

আহত ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা তুলে দেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির নেতা শফিকুর রহমান লিটন, আতোয়ার রহমান জিন্নাহ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন ও জেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শরীফসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ধনবাড়ীর ইকরামুল হক সাজিদ, পোশাককর্মী বিপ্লব, ভূঞাপুরের ফিরোজ তালুকদার পলাশ ও গোপালপুরের নলিন গ্রামের কলেজছাত্র ইমনসহ জেলার মধুপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় আহতদের মধ্যে এখন পর্যন্ত নিহত ও আহত ২৩ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)। সহায়তা কার্যক্রম চলমান অব্যাহত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -