মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইলে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া সুকিপাড়া গ্রামের জঙ্গল তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় মমতা বেগম নামের এক নারী নবজাতকটিকে তার হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, আজ সকালে ফজরের নামাজ শেষে মুসুল্লিারা মসজিদ থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান। এসময় তারা সদ্য জন্ম নেয়া একটি শিশু দেখতে পান। পরে স্থানীয় মমতা বেগম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহনাজ সুলতানা জানান, কে বা কারা বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয় এক মহিলা সকাল বেলায় হাটতে বের হলে বাচ্চাটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কুঁড়িয়ে এনে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত নার্স বাচ্চাটির বুকের নিচের দিকে একটি কাটা দাগ দেখতে পায়। পরে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের মমতা বেগম নামের এক মহিলা বাচ্চাটিকে পুরানো লুঙ্গির কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকে দেখে। পরে সে বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার ধারণা বাচ্চাটিকে হয়ত হত্যা করার উদ্দেশ্য তার পেটের উপর ধাঁরালো কিছু দিয়ে কেটে হত্যার চেষ্টা করেছিলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -