মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে জাতীয় পার্টিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী, ফুলের তোড়ায় শুভেচ্ছা

টাঙ্গাইলে জাতীয় পার্টিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী, ফুলের তোড়ায় শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী যোগদান করেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে ‘ইঞ্জিনিয়ার হাউজ’-এ যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সল্লা ইউনিয়নের রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করলে রওশন এরশাদের নেতৃত্বাধীন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক প্রকৌশলী মো. লিয়াকত আলী যোগদানকৃত নেতা-কর্মীদের ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজুর রহমান তালুকদার, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রমজান আলী, জাপা নেতা আজাহার ফকির, রহিম বাদশা, ফরিদ আহম্মেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -