বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও অর্জুনা ইউনিয়নের সচুয়াচর এলাকায় এক হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম,ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।

এসময় প্রত্যেক পরিবারের মাঝে শুকনো খাবার, ঢাল, তৈল, আলু, লবন,খাবার স্যালাইন ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -