মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি তৃতীয় দিনেও অব্যাহত

টাঙ্গাইলে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি তৃতীয় দিনেও অব্যাহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা টানা তিন দিন ধরে কর্মবিরতি পালন করেছেন। পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মবিরতি চলছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতিও (বাকাসস) অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা।

কাফনের কাপড় পরে আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. মোতালিব সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসনে, উপদেষ্টা মো. রাজিবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি।

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -