মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী হাতিয়া রেল ক্রসিং পারাপার হওয়ার সময় রংপুর এক্সপেস ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিহত ও আহতের পরিচয় জানতে পারেনি। তবে, চেষ্টা করতেছি পরিচয় জানার জন্য। আহত ব্যক্তিটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -