নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া ও কামাক্ষার মোড় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়ায় মঙ্গলবার দুপুরের দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) নিহত হয়েছেন। অপরদিকে দিকে সন্ধ্যার দিকে কামাক্ষারমোড় এলাকায় ঢাকাগামী ভারতের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনের কিম্যান জুলফিকার বলেন, “উপজেলার হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। অপর দিকে সন্ধ্যায় কামাক্ষারমোড়ে ঢাকাগামী ভাররের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এক মহিলা কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলাটি পাগল।
এখন পর্যন্ত কারো নাম-পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান।