টাঙ্গাইল শহরের ডিসি লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন, ডিসি লেকের এক কর্মচারী ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের পরনে কিছু ছিল না। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।