শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনমূলক অভিযান

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনমূলক অভিযান

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, এডিস মশা নিধনে কর্মসূচী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১ টায় টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে টাঙ্গাইল পৌরসভা, ক্লিন টাঙ্গাইল ও ইস্টার্ণ ডিপ্লোমা এসোসিয়েশনের উদ্দ্যোগে এ অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের সভাপতি ও ক্লিন টাঙ্গাইলের সমন্বয়ক জালাল উদ্দিন শাহীন চাকলাদার।

এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের শতাধিক শিক্ষার্থীসহ ক্লিন টাঙ্গাইলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -