নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২০ নেভেম্বর) দুপুরে টাঙ্গাইল পুরাতন বাস্ট্যান্ড শর্মা হাউজে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করে বিএনপির নেতা কর্মিরা।
আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।