নিজস্ব প্রতিবেদক: কাগজপত্র সঠিক না থাকার অভিযোগে টাঙ্গাইলে তিন গণপরিবহনকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বাস সঠিক কাগজ পত্র না দেখাতে ব্যর্থ হওয়ায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।