শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে তিন থানার ওসি রদবদল

টাঙ্গাইলে তিন থানার ওসি রদবদল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে একদিনে তিনটি থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। এই তিনটি থানা হলো, টাঙ্গাইল সদর, মির্জাপুর ও কালিহাতী। টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুলাই) পুলিশ সুপার কার্যালয় থেকে এই তিন জনের বদলীর আদেশ দেয়া হয়। আদেশে টাঙ্গাইল সদর থানার ওসি মো. সায়েদুর রহমানকে মির্জাপুর, কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে সদর থানা ও গোপালপুর থানার ওসি হাসান আল মামুনকে কালিহাতী থানায় বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বদলীকৃত অফিসার ইনচার্জ (ওসি) তাদের কার্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, টাঙ্গাইল সদর থানার ওসি মো. সায়েদুর রহমানকে মির্জাপুর থানায় বদলী করার পর ঐ থানার সাবেক ওসি একেএম মিজানুল হককে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -