বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীর চর নগরবাড়ীয়া দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (DSF) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার চর নগরবাড়ী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্বার সেচ্ছাসেবী ফাউন্ডেশনের- প্রতিষ্ঠাতা পরিচালক সজিব সরকার সঞ্জীব এবং সভাপতি আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক হৃদয় হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ প্রচার সম্পাদক
গোলাম রাব্বি, স্বাস্থ্য ও রক্ত বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

“এসো সমাজ সেবা করি, সমাজকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ২০২২ সালে গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামের অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এ সংগঠনের সবাই রক্তদানের পাশাপাশি মানুষকে রক্তদানে উৎসাহিতকরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম ও শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে মানুষের সেবায় দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (DSF) টাঙ্গাইল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -