নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর ও পৌরসভা উপজেলার বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা।
রবিবার দুপুরে (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান। আন্দোলনকারীরা বলেন- ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসীন শামছুল হক সেতুর টোল উম্মুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হবে।
সমন্বয়করা বলেন- পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোষাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেণ্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোষাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোষাকধারী ব্যতিত কেউ সড়কে থাকবে না।
বক্তারা আরও বলেন, কারও উপর অত্যাচার, নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়। জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
কোটা সংস্কারের সফলতা বিষয়ে সমন্বয়করা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলতি মাসে ছাত্র ও জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা টাঙ্গাইলের মানুষদের নিয়ে রক্ষা করা হবে।
এ সময়সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এতে মির্জা স্মরণ, ওবায়েদউল্লাহ্ ভূইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।