মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে নদ-নদীর বালু সরকারিভাবে বিক্রির সিদ্ধান্ত

টাঙ্গাইলে নদ-নদীর বালু সরকারিভাবে বিক্রির সিদ্ধান্ত

সভায় একাধিক সংসদ সদস্য বলেন, বালুসংকটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যাহত হচ্ছে। তাই যেসব নদ-নদী থেকে বালু উত্তোলনের সুযোগ রয়েছে, সেখান থেকে সরকারিভাবে বালু বিক্রি করার দাবি জানানো হয়েছে।

পরে এ বিষয়ে আলোচনা শেষে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্পট কোটেশনের মাধ্যমে বালু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। এ ছাড়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংসদ সদস্য আহসানুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -