টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইকবাল গ্রেফতার

0
41
News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইকবাল হায়াতকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এরআগে (৯ ফেব্রুয়ারি) রবিবার রাতে টাঙ্গাইল পৌর শহরের বটতলা থেকে তাকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

ইকবাল হায়াত টাঙ্গাইল পৌর শহরের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি
টাঙ্গাইল শহর ছাত্রলীগের শাখার সহ-সভাপতি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে টাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা (মামলা নং ১৮) দ্রুত বিচার আইনে একটি মামলায় তিনি গ্রেফতার হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।