ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলের পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার(৫ জানুয়ারি) বিকাল ৩ টা থেকে ৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ঘাটাইল পৌর এলাকার, দক্ষিণপাড়ার মোঃ পান্না মন্ডল, সোনিয়া আক্তার, এবং রেড ওয়াটার মিস্ত্রি উত্তম কুমার সহ, রতনপুর, খরাবর, উত্তর পাড়া , চান্দশী এবং ঝড়কা এলাকার বিভিন্ন মহল্লার ছোট শিশু -বাচ্চা সহ বিভিন্ন বয়সের লোকজনদের কামড়িয়েছে এই পাগলা কুকুর।
এ নিয়ে পৌর এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। পাগলা কুকুরের কামড়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দেখা গেছে বিভিন্ন মহল্লার লোকজন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়ার সময় হাতে লাঠি সোটা নিয়ে সতর্কতার সাথে তাদের গন্তব্যে এবং কর্মক্ষেত্রে পৌঁছাচ্ছেন।
দক্ষিণপাড়া এলাকার মোঃ উজ্জ্বল বাউলা বলেন, আমি এবং পান্না ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই কুকুরটি দৌড়ে এসে পান্না ভাইকে কামড়ে দেয়, টের পেয়ে আমি দৌড়ে পালিয়ে যাই অল্পের জন্য রক্ষা পেয়েছি পাগলা কুকুর আমাকে কামড়াতে পারে নাই।
এই ঘটনা কে কেন্দ্র করে, পৌরসভার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাগলা কুকুর সন্দেহে একটি কুকুর মেলে মেরে ফেলেছে এলাকাবাসী।
ব্রাহ্মণশাসন ঘাটাইল সরকারি কলেজের সাবেক এজিএস মোঃ রন্জু আহমেদ তার নিজ উদ্যোগে মাইকিং করে পৌর এলাকার জনসাধারণকে এই পাগলা কুকুর হইতে সাবধানে থাকার জন্য সচেতন মূলক প্রচার-প্রচারণা চালিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।